ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভারে হরতালবিরোধী মিছিল

র্স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
সাভারে হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অন্যদিকে একই সময়ে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক রকিব আহম্মেদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাবতলী, আমিনবাজার হয়ে সালেহপুর এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে সরকারের কাছে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

এদিকে, হরতালে যেকোনো নাশকতা এড়াতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেস্বর ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।