ঢাকা: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সাভার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, গাড়ি পোড়ানো ও নাশকতার একাধিক মামলার আসামি আবদুর রহমান বাবুলকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে।
বাবুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহনের স্টেট বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বাবুলকে গ্রেপ্তারে আগে রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন খান, মনির আহমেদ, সাগর মাতব্বর ও সবুজ মিয়াকেও আটক করা হয়। আটক করা হয় ময়মনসিংহয়ের গফরগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম -আহ্বায়ক মাহবুব আলম ইমনকেও।
এদিকে, সংগঠনের নেতাকর্মীদের আটকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু পৃথক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন তারা।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫/আপডেট ২১৪১ ঘণ্টা
এজেড/এইচএ