কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় শিবিরের হামলায় যুবলীগের নেতাকর্মীসহ ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার(২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- টইটং ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারাণ সম্পাদক মো. বাচ্চু, তার ভাই জাপা নেতা বেলাল উদ্দিন ও মো. মোনাফ। আহতদের পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, টইটং ইউনিয়নের হাজী বাজারে স্থানীয় শিবিরকর্মীরা যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে টইটং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চুর ভাই বেলালের ওপর হামলা করে। এ খবর পেয়ে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বেলাল উদ্দিনকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৪ জন আহত হন।
পরে স্থানীয়রা শিবির কর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে শিবিরকর্মী মুফিজুর রহমানকে(২৫) ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়া মো. মোস্তাফিজ বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পিসি