ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৯ কর্মীসহ আটক ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, নভেম্বর ২৫, ২০১৫
মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৯ কর্মীসহ আটক ৩১ ছবি: প্রতীকী

মেহেরপুর: জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে বিএনপি-জামায়াতের ৯ কর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে সদর উপজেলা থেকে ২ বিএনপি কর্মীকে এবং মুজিবনগর থেকে ৪ জামায়াত ও ৩ বিএনপি কর্মীকে আটক করা হয়।

এ সময় বিভিন্ন মামলার আদালতের পরোয়ানাভুক্ত ২২ আসামিকেও আটক করা হয়। এদের মধ্যে জিআর মামলার ১২ জন, সিআর মামলার ৭ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাতভর পুলিশের একাধিক টিম জেলার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে সদর থানার ওসি আহসান হাবীব, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কামাল হোসেন এসব অভিযানে নেতৃত্ব দেন।

আটক বিএনপি ও জামায়াতের কর্মীদের কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হচ্ছে। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদেরও কারাগারে পাঠানো হবে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।