ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

যুবদল নেতা শরীফকে কারাগারে পাঠানোয় যুবদলের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, নভেম্বর ২৫, ২০১৫
যুবদল নেতা শরীফকে কারাগারে পাঠানোয় যুবদলের নিন্দা

ঢাকা: যুবদল নেতা খসরুজ্জামান শরীফকে কারাগারে প্রেরণের নিন্দা ও মুক্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব।

বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) কাজী রফিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই নিন্দা জানান ।



নেতারা, বিবৃতিতে শরীফের মুক্তির দাবি জানিয়ে বলেন, যুবদল নেতা শরীফ হাইকোর্টের জামিন নিয়ে থাকলেও আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন, যা সম্পূর্ণ অমানবিক, এভাবে অমানবিক কাজ করে সরকার সারা দেশে ভীতিকর ও নৈরাজ্যকর পরিস্থিতির অবতারণা করছেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।