ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার মনোনীত প্রার্থী

চেয়ারম্যানের কার্যালয়ে আসতে হবে রোববার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
চেয়ারম্যানের কার্যালয়ে আসতে হবে রোববার

ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন ও পৌরসভার জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থীদের রোববার (২৯ নভেম্বর) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে শুক্রবার সকালে ফেনী, দাগনভূঞা, পরশুরাম ও সোনাগাজী উপজেলার নেতাদের নিয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা দাগনভূঞার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

এ সময় এই সিদ্ধান্তটি হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার।

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সব ইউনিয়ন ও পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে ও অ্যাডভোকেট রবিউল হক রবি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন করিমুল হক (খাজা করিম), সিরাজ উদ্দিন দুলাল, দলিলুর রহমান খোকন, মাওলানা আব্দুর রহিম সোহেল, গিয়াস উদ্দিন সবুজ, জসিম উদ্দিন, মাঈন উদ্দিন মানিক, মো. শফিকুর রহমান, আবদুল হাই ও ছাত্রনেতা মিজানুর রহমান মানিকসহ ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী ও পরশুরাম উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ-সহযোগী সংগঠন, বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।