ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

জুলাই অভ্যুত্থানে নেতৃত্বের ঘাটতি ছিল: বদরুদ্দিন উমর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, জুলাই ১৯, ২০২৫
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বের ঘাটতি ছিল: বদরুদ্দিন উমর বক্তব্য দিচ্ছেন বদরুদ্দিন উমর। সংগৃহীত ছবি

ঢাকা: গত বছরের ০৫ আগস্টে সংঘটিত জুলাই অভ্যুত্থান ছিল ঐতিহাসিক এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ, তবে রাজনৈতিক দিকনির্দেশনা ও সুসংগঠিত নেতৃত্বের অভাবের কারণে তা কাঙ্ক্ষিত পরিণতি পায়নি বলে মন্তব্য করেছেন লেখক এবং বামধারার রাজনৈতিক চিন্তাবিদ বদরুদ্দিন উমর।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



বদরুদ্দিন উমর বলেন, জুলাই অভ্যুত্থানে যেমন বিশাল জনসম্পৃক্ততা ছিল, তেমনি তা ছিল নেতৃত্ব শূন্য। সেই শূন্যতায়ই সুযোগ নেয় দক্ষিণপন্থি শক্তি ও জামায়াত।

ওই সময় আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে একটি সুসংগঠিত বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি। ফলে অস্থিরতা থেকে একটি স্থায়ী রূপান্তর সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক এই চিন্তাবিদ বলেন, যারা সমাজ বদলাতে চায়, তাদের ভেতরেও অনৈক্য, সুবিধাবাদিতা আর রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল। তাই একদিকে অভ্যুত্থান ঘটেছে, কিন্তু তা বিকল্প পথ দেখাতে পারেনি।

জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ধর্মের নাম করে আন্দোলন হলেও এর শেকড় ছিল অর্থনৈতিক বঞ্চনা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে। তাই ধর্মীয় ব্যাখ্যার আড়ালে প্রকৃত সামাজিক বাস্তবতাকে অনুধাবন করা জরুরি।

আলোচনা সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, দিল্লির মদদ পেয়ে বাংলাদেশকে ভারতের আশ্রিত দেশে পরিণত করেছিল কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ। এখন ভারতে বসে নানা ধরনের চক্রান্ত করছে তারা। মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করেছিল আওয়ামী লীগ।

সভায় বক্তারা বলেন, এখন সময় হয়েছে নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংগঠিত হওয়ার। তারা জনগণের স্বার্থে বিকল্প রাজনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান।

আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সংগঠক ভূলন ভৌমিক এবং বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।