ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

‘বর্তমান নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, ডিসেম্বর ১৬, ২০১৫
‘বর্তমান নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ’ আ স ম আব্দুর রব

সাভার স্মৃতিসৌধ থেকে: বর্তমান নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

বুধবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।



রব বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। এই ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও আমরা স্বাধীন হতে পারিনি। ১৬ কোটি মানুষ যেদিন উন্নত জীবন পাবে, সেদিন স্বাধীনতার স্বাদ পাবো। তিন বেলা খেয়ে থাকা মানেই স্বাধীনতা নয়।

আজ বিদেশিদের হত্যা করা হচ্ছে। শিক্ষার্থীকে নির্যাতন করা হচ্ছে। এ মুহূর্তে একা প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষে দেশকে জঙ্গিবাদ মুক্ত করা সম্ভব নয়। এজন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে, বলেন আব্দুর রব।

তিনি আরও বলেন, দেশে বহু দিবস রয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের দিবস কই? এই দৃশ্য দেখবে বলে আমরা মুক্তিযুদ্ধ করিনি।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমআইএস/এএসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।