ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণআন্দোলনেই গণতন্ত্র পুনরুদ্ধার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
গণআন্দোলনেই গণতন্ত্র পুনরুদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: জনগণকে ঐক্যবদ্ধ করে নিয়মতান্ত্রিক গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজয় দিবস উপলক্ষে বুধবার ( ডিসেম্বর ১৬) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পন করে তিনি সব কথা বলেন।



মির্জা ফখরুল ইসলাম বলেন, যে চেতনা নিয়ে দেশ দেশ স্বাধীন হয়েছিল। দুঃখজনক হলেও সত্য সেই গণতন্ত্র আজ অনুপস্থিত। যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল সেই গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য জনগণ আন্দোলন করছে। জনগণের আন্দোলন সফল হবে। জনগণ তাদের অধিকার ফিরে পাবে।

তিনি বলেন,  আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিল। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের জাতীয় বীরদের যারা মুক্তিযুদ্ধর সূচনা করেছিলেন। স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর  রহমানকে। শ্রদ্ধা জানাই, লক্ষ মানুষ যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে।

এই চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। জনগণই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর,  ডা. জেড এম জাহিদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুর কবির খোকন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।