ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে অস্ত্র ও ২১ ককটেলসহ শিবিরের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
জয়পুরহাটে অস্ত্র ও ২১ ককটেলসহ শিবিরের ২ নেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি আবুজার গিফারী (২৮) ও সেক্রেটারি ওমর আলীকে (২২) দু’টি বিদেশি রিভলবার, ২১টি ককটেল ও ছয়টি দেশি বোমাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-পাঁচ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কদমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক আবুজার গিফারীর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে এবং ওমর আলীর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা গ্রামে। তবে আবুজার গিফারী বর্তমানে জয়পুরহাট সদর উপজেলার তুলাট গ্রামে বসবাস করেন।

জয়পুরহাট র‌্যাব-পাঁচ ক্যাম্পের কমান্ডার আল মামুন শিকদার জানান, ওই দুই শিবির নেতা নাশকতার উদ্দেশে কদমতলী এলাকায় এসব অস্ত্র, ককটেল ও বোমা নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।

উল্লেখ্য, ওই দুই শিবির নেতার বিরুদ্ধে জয়পুরহাট, পাঁচবিবি ও ক্ষেতলাল থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।