ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৭ কর্মীসহ গ্রেফতার ৩৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, ডিসেম্বর ১৯, ২০১৫
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৭ কর্মীসহ গ্রেফতার ৩৮

গাইবান্ধা: গাইবান্ধায় অভিযানে বিএনপি-জামায়াতের ১৭ কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে অপারেটর তবিবর রহমান বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়ারা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বিএনপি ১৬ ও জামায়াতের এককর্মী রয়েছেন।

গাইবান্ধা অতিরিক্ত সুপার (বি-সার্কেল) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়াদের জিজ্ঞাসবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।