ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবদলের ওপর ক্ষেপেছেন গয়েশ্বর!

সিনিয়ন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
যুবদলের ওপর ক্ষেপেছেন গয়েশ্বর! গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: নির্বাচনী এলাকায় উপস্থিত হয়ে যুবদলের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচার-প্রাচরণায় তৎপর না হওয়ায় নেতা-কর্মীদের ওপর ক্ষেপেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নেতা-কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনারা ঢাকায় কেন? ৩০ ডিসেম্বর নির্বাচন শেষ করে আপনাদের ঢাকায় আসার কথা।



শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়াম মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাদের নির্বাচনী এলাকায় থাকা অতি জরুরি। যারা নির্বাচনী এলাকায় যাবেন না, তাদের বিরুদ্ধে নির্বাচনের পরে তালিকা তৈরি করে চেয়ারপারসনের কাছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি আপনাদের তিরষ্কার করছি, আপনাদের অভ্যাসের পরিবর্তনের কথা বলছি। কাজের জন্য কাজ করেন, দেখানোর জন্য না।

‘পৌরসভার নির্বাচন ৫ জানুয়ারির নির্বাচনের মতো হলে খবর আছে!’ বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।