ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘হামলাকারীরা দেশকে ইরাক-সিরিয়া বানাতে চায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
‘হামলাকারীরা দেশকে ইরাক-সিরিয়া বানাতে চায়’ রাশেদ খান মেনন এমপি / ফাইল ফটো

ঢাকা: চট্টগ্রামে নৌ-বাহিনীর মসজিদে বোমা হামলাকারীরা দেশকে ইরাক-সিরিয়া বানাতে চায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

শনিবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সেগুনবাগিচায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
মন্ত্রী বলেন, হামলাকারীদের মূল উদ্দেশ্য হলো তারা দেশকে ইরাক ও সিরিয়া বানাতে চায়। এ জন্য তারা মসজিদে হামলা করেছে।

রাশেদ খান বলেন, এ দেশ মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধুর বাংলাদেশ। এদেশে কখনই হিন্দু, মুসলমান ও খ্রিষ্টানদের মাঝে কোনো বিভেদ ছিলো না। এদেশে সবাই বাঙালি।

মেনন বলেনন, জিয়াউর রহমান তার শাসনামলে সংবিধানকে পরিবর্তন করে দেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলেন। শুধু তাই নয়, তার সময়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছিল এবং সেই দাবিও তোলা হয়েছিল বলে এসময় অভিযোগ করেন তিনি।

বঙ্গবন্ধু পরিষদ পরিষদের সভাপতি পেয়ারা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, সংগঠনের সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক আবুল কাসেম হারুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিবির সংবাদ পাঠিকা ও সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব তাসলিমা আক্তার চুমকি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।