ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘রিটার্নিং অফিসাররা মন্ত্রী-এমপিদের হুমকিতে কাজ করেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
‘রিটার্নিং অফিসাররা মন্ত্রী-এমপিদের হুমকিতে কাজ করেন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের সরকারের মন্ত্রী-এমপিরা হুমকি দিচ্ছেন, সেই হুমকির আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।



সভার বিশেষ অতিথি রিজভী বলেন, গোটা দেশটা একটা ভয়ংকর বন্দিশালা হয়ে গেছে। আমি, আপনি সবাই এর মধ্যে বসবাস করছি। আমরা জানি না সরকারের উদ্দেশ্য কী? দেশে একব্যক্তির ফ্যাসিবাদী শাসন চলছে।

তিনি বলেন, আজকে দেশটাকে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে।   মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছে। আমি আমার পরিবারের কাছে এখান থেকে ফিরে যেতে পারব কিনা এই নিশ্চয়তা দিতে পারছি না। গণতন্ত্রের কথা বললে মুখ বন্ধ করে কারাগারে পাঠানো হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল সেই অপরাধের শিকার।

বিএনপির এ নেতা বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। কিন্তু আমাদের মনে একটা চেতনা আছে। মুক্তকণ্ঠের পতাকা অবশ্যই একদিন পতপত করে উড়বে।

যারা স্বাধীনতার জন্য আত্মদান করছিল তাদের সেই আত্মদানের উদ্দেশ্য সফল হয়নি, জাতি আজ স্বৈরাচারে আক্রান্ত বলেও মন্তব্য করেন রিজভী।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে এতে মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
টিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।