ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ.লীগ পরাজিত হলে জাতীয় নির্বাচনের চাপ সৃষ্টি হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আ.লীগ পরাজিত হলে জাতীয় নির্বাচনের চাপ সৃষ্টি হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে অতি অল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে তাদের উপর চাপ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে পীরগঞ্জ কলেজবাজারে বিএনপির প্রার্থী রাজিউর রহমানের নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।



পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ২০ দলের মেয়র প্রার্থী জামায়াত নেতা মোকারম হোসেনের পক্ষে প্রচারণা ও পথসভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।