ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

ঢাকা: মঙ্গলবার (০৫ জানুয়ারি) সমাবেশের আগে রাতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (০৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টা পর‌্যন্ত ঘণ্টাব্যাপী গুলশানে তার রাজনৈতিক কার‌্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বৈঠকে মঙ্গলবারের (৫ জানুয়ারি) জনসভা নিয়ে আলোচনা হয়। জনসভা সফল করার জন্য বিপুল সংখ্যক লোক সমাগম এবং জনসভার পরিবেশ শান্তিপূর্ণ রাখার ব্যাপারে সবাইকে আন্তরিক থাকার নির্দেশ দেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।