ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ জানুয়ারি

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

ঢাকা: ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিযে নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশ শুরু হযেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।



মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতারা। দুপুর তিনটার দিকে খালেদা জিয়া মঞ্চে আসন গ্রহণ করবেন বলে জানিয়েছে বিএনপি সূত্র।

সমাবেশ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের একপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। সকাল থেকেই সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে মঞ্চে অবস্থান গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ, ড.মঈন খান, রিজভী আহমেদ, অ্যাডভোকেট মাহবুব, অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ।

এদিকে সমাবেশ উপলক্ষে সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকলেও সমাবেশ থেকে কিছুটা দূরে অবস্থান করছে র‍্যাব। এছাড়া শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুলসহ সমাবেশের আশেপাশের এলাকায় কঠোরভাবে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সমাবেশ স্থলের আশপাশের উঁচু ভবনেও অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া সমাবেশস্থলের পাশে অবস্থান নিয়েছে পুলিশের একটি জলকামান ও এপিসি গাড়ি।

বাংলাদেশ সময়:১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।