ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

চৌমুহনীতে আ’লীগ প্রার্থী ফয়সল মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
চৌমুহনীতে আ’লীগ প্রার্থী ফয়সল মেয়র নির্বাচিত আক্তার হোসেন ফয়সল

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন ফয়সল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে দুই দফার এ নির্বাচনে ১৯টি কেন্দ্রে ১৪ হাজার ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮১০ ভোট।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে, দুপুরে চৌমুহনী পৌরসভার একটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণকালে জাল ভোটের অভিযোগে স্থগিত করা হয়। তবে দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের যে  ব্যবধান, তাতে ওই কেন্দ্রের মোট ভোটের কোনো প্রভাব পড়বে না।    

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারা ও পাল্টা-পাল্টি হামলার ঘটনায় ২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টির ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন।

বাংলাদেশ সময় : ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।