ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এম কে আনোয়ারের মুক্তিতে ‘বাধা’ কাটল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জানুয়ারি ১৪, ২০১৬
এম কে আনোয়ারের মুক্তিতে ‘বাধা’ কাটল এম কে আনোয়ার

ঢাকা: নাশকতার দুই  মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে ছয়মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ আদেশ দেন।



ফলে তার বিরুদ্ধে থাকা সর্বশেষ এ দুই মামলায় জামিন পাওয়ায় বিএনপির এ নেতার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০১৫ সালের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে দেশের বিভিন্ন থানায় এম কে আনোয়ারের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়।
 
এর আগে ১৯টি মামলায় জামিন পান এম কে আনোয়ার। সর্বশেষ  বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী ও ভাটারা থানার দুই মামলায় জামিন পেলেন তিনি।

আদালতে জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন এমকে আনোয়ারের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল ড. মো. বশিরুল্লাহ।

এমকে আনোয়ার বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪,২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।