ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জ জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জানুয়ারি ১৫, ২০১৬
হবিগঞ্জ জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মী আটক

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমান (৬০) ও জেলার আরো ১৩ শীর্ষ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রচুর লিফলেট ও লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।



শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের মুখলেছুরের রহমানের নিজ বাড়ি থেকে সবাইকে আটক করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির বাংলানিউজকে জানান, সকালে আটকরা জামায়াতের ‍আমির মুখলেছুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের মধ্যে উপজেলা পর্যায়ের আমিররাও রয়েছেন। তবে অন্যদের পরিচয় জানাতে পারেননি তিনি। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।