ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আর এ গণির কুলখানি মঙ্গলবার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জানুয়ারি ১৭, ২০১৬
আর এ গণির কুলখানি মঙ্গলবার

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির কুলখানি আগামী মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মরহুমের ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ জানুয়ারি) পরিবারের পক্ষে বাংলানিউজকে কুলখানির বিষয়টি জানান অধ্যাপক আমিনুল ইসলাম।



গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আর এ গণি।

কুলখানিতে আত্মীয় স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিত থাকতে অনুরোধ জানান ‍অধ্যাপক আমিনুল ইসলাম।

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ড. আর এ গণির ধানমন্ডির বাসায় পরিবারের সদস্যদের সমবেদনা জনাতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমএম/বিএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।