ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপা নেতার ওপর হামলা

বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রংপুর: মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসীর আহমদকে কুপিয় জখম করার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরে বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাজারে এক সমাবেশ থেকে এই হরতালের ডাক দেয় মহানগর জাতীয় পার্টি।



সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল আসিফ শাহরিয়ার, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে সমাবেশে বক্তারা বলেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে হরতাল শেষে আরো কঠোর কর্মসূচি দিয়ে রংপুরকে অচল করে দেওয়া হবে।

আহত জাপা নেতা ইয়াসীর আহমদকে শনিবার সন্ধ্যায় ডা. বিডি বিধু ও ডা. জামাল উদ্দিন মিন্টুর তত্ত্বাবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের মুন্সিপাড়া কবরস্থানের কাছে কবর জিয়ারত করে বাসায় ফিরছিলেন ইয়াসীর। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, ওই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তারপরও হামলাকারীদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।