ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক চলছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জানুয়ারি ২০, ২০১৬
বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক চলছে

ঢাকা: ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল সোয়া চারটায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।



সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হচ্ছে বৈঠকে।
 
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস্‌ এবং সুইডেন, ডেনমার্ক ও তুরস্কের রাষ্ট্রদূতসহ ১৪টি দেশের কূটনীতিকরা বৈঠকে অংশ নিচ্ছেন।

বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকটি শুরু করে দিয়ে অন্য প্রোগ্রামে চলে গেছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী ও সাবিহউদ্দিন আহমেদ, মধ্যপ্রাচ্যে খালেদা জিয়ার বিশেষ দূত ইনামুল হক চৌধুরী এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বৈঠকে উপস্থিত রয়েছেন।  

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমএম/এজেড/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।