ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাইবার অপরাধ দমনে যুগোপোযোগী আইন হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
সাইবার অপরাধ দমনে যুগোপোযোগী আইন হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: সাইবার অপরাধ দমনে যুগোপোযোগী পূর্ণাঙ্গ আইন করবে সরকার। এ বিষয়ে সংসদের পরবর্তী অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।



শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার সাংবাদিকসহ দেশের সব স্তরের মানুষকে মত প্রকাশ করার সর্বোচ্চ স্বাধীনতা দিচ্ছে। যে কেউ ইচ্ছা করলেই সরকারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করছে। যা এরআগে অন্যকোন সরকারের আমলে সম্ভব হয়নি।

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইনগুলোর তথ্য সরকার ফরমের মাধ্যমে সংগ্রহ করছে। নিবন্ধনের বিষয়টি পরবর্তী পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী এসময় দেশীয় চ্যানেলগুলোকে প্রথম সারিতে রাখার জন্য ক্যাবল অপারেটরদের প্রতি আহ্বান জানান।

জাতীয় পার্টির আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্ত্রী বলেন, যার চিত্তে যা লয় তাই আনন্দময়। তারা তাদের রাজনীতির ব্যাপারে ভালো বুঝবে। তাদের রাজনীতির কোনো প্রভাব সরকারে পড়বেনা।

সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে মন্ত্রী বলেন, সরকার এ পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সুরাহা করতে পারেনি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল (জাসদের) ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার সফিউদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম, ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতারা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।