ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জানুয়ারি ২৭, ২০১৬
গাংনীতে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

মেহেরপুর: নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা সোহরাব হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
 
বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



সোহরাব হোসেন গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা এবং গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, সোহরাব হোসেন ২০দলীয় জোটের ডাকা আন্দোলনের সময় পুলিশের দায়ের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতার সোহরাব হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।