ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, জানুয়ারি ২৭, ২০১৬
বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ও তারেক রহমানের নামে সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।



জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, শোকরানা, ‍অ্যাডভোকেট রাফী পান্না, খাজা ইফতেখার, এম আর ইসলাম স্বাধীন, আব্দুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার মামলাবাজ। মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপির নেতাকর্মীদের জেলে পাঠাচ্ছে। নেতাকর্মীদের হয়রানি করছে। বিএনপিকে ধ্বংস করতে বর্তমান সরকার মরিয়া হয়ে পড়েছে। বিএনপির গণজোয়ার দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তাই সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে আবারো মিথ্যা মামলা দিয়েছে তাকে হয়রানির করছে।

তিনি খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলের সব নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।