ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রিজভীর খালার মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, জানুয়ারি ৩০, ২০১৬
রিজভীর খালার মৃত্যুতে খালেদার শোক চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর মেজো খালা বেগম রাহাতুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩০ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।



বেগম রাহাতুন্নেসা শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে রাজশাহীর সাধুর মোড়ের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। রাহাতুন্নেসা সাবেক পুলিশ কর্মকর্তা মৃত নজিরউদ্দিন সরকারের স্ত্রী।

বেগম রাহাতুন্নেসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনাও জানান খালেদা জিয়া।

অপর এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।