ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সেনবাগে যুবদল নেতাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, জানুয়ারি ৩১, ২০১৬
সেনবাগে যুবদল নেতাসহ গ্রেফতার ২ ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ইউনিয়ন যুবদলের এক নেতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর ইউনিয়ন ও ডুমুরিয়া  ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 
 
গ্রেফতার হওয়া আসামিরা হলেন- কাদিরপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের শহিদ উল্লাহর ছেলে ও কাদিরপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সুমন (৩৩) ও ডুমুরিয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা হানিফ (৪৪)
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে। হানিফ গরু চুরি মামলায় সাড়ে তিন বছরের দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি।  
 
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।