ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জুলুম করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
জুলুম করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম

ঢাকা: জুলুম করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না, এই সরকারও পারবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালীতে নিজস্ব বাসভবনে বিভিন্ন দল থেকে এলডিপিতে যোগদানকারী নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।



কর্নেল অলি বলেন, বল প্রয়োগ করে বা জোর জুলুম করে কিংবা নির্যাতন করে কখনও কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি, পারবেও না। অতীত ইতিহাস তারই সাক্ষ্য দেয়।

তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকাটাই মুখ্য বিষয় নয়। দেশে শান্তি শৃঙ্খলা, সর্বক্ষেত্রে অগ্রগতি, সবার জন্য সমান সুযোগ এবং ন্যায় বিচার নিশ্চিত করাই রাজনীতিবিদদের প্রধান কর্তব্য। প্রত্যেকটি রাজনৈতিক দল এবং দেশের জনগণের প্রধান সমস্যা হচ্ছে- দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক আচরণ সম্পূর্ণ অনুপস্থিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি এমএম খালেদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন টিটু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম রওনক, সালাহ উদ্দীন রাজ্জাক, যুব বিষয়ক সম্পাদক সফিউল বারী রাজু প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।