ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমানত খেয়ানতকারীদের আর দলে ফেরার সুযোগ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
আমানত খেয়ানতকারীদের আর দলে ফেরার সুযোগ নেই জাহাঙ্গীর কবির নানক

রাজশাহী: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, পৌর নির্বাচনে যারা শেখ হাসিনার দেওয়া পবিত্র আমানত নৌকার সঙ্গে খেয়ানত করেছেন তাদের আর দলে ফেরার সুযোগ নেই। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকেই নির্বাচিত করতে হবে।



স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচনে বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

নানক আরও বলেন, দলের ভেতরে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার স্থান হবে না। কারণ এই দ্বন্দ্বের সুযোগে বিএনপি-জামায়াত আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরই হত্যা করতে পারে।

কোনো নেতা বিএনপি-জামায়াতকে দলে ভেড়ালে তারও আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না বলেও সাফ জানিয়ে দেন নানক।

এ সময় তিনি উল্লেখ করে বলেন, দলের মধ্যে এরই মধ্যে যদি কোনো বিএনপি-জামায়াত নেতাকর্মী ঢুকে থাকে তাহলে তাদের খুঁজে বের করুন এবং বের করে দেন। না হলে পরিণাম শুভ হবে না।

রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার মেমোরিয়াল মিলনায়তনে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

প্রতিনিধি সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।