ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সীমানা নিয়ে মামলায় ২২ বছর বন্ধ ইউপি নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
সীমানা নিয়ে মামলায় ২২ বছর বন্ধ ইউপি নির্বাচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: সীমানা নিয়ে চলমান মামলার কারণে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দীর্ঘ ২২ বছর বন্ধ থাকার প্রতিবাদে ও নির্বাচনের দাবিতে সমাবেশ করেছেন ভোটাররা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী ইউপি  চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন বাবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সভাপতি আশ্রাফ হোসেন আবু, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এস ইউ চৌধুরী নবাব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ২২ বছর আগে ৬নং নোয়াখালী ইউপি নির্বাচন হয়েছে। কিন্তু এরপর থেকে সীমানা নিয়ে মামলা থাকায় আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে নোয়াখালী ইউনিয়ন ও অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের জোরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।