ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা প্রত্যাহারের দাবি

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
স্বেচ্ছাসেবক লীগ নেতার মামলা প্রত্যাহারের দাবি ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শাহীনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর উপজেলার ওমরদীঘি এলাকা থেকে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনকে আসামি করে দু’টি পৃথক মামলা করা হয়।

‘কিন্তু এ ঘটনায় শাহীন জড়িত নন। ঘটনার দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্থানীয় টেংরা মাগুর এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেন তিনি। ’

অ্যাডভোকেট জাকির হোসেন নবাব বলেন, উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান শাহীন। এবারও আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছেন তিনি। আর এই মুহ‍ূর্তে তাকে হেয় করতেই প্রতিপক্ষের লোকজনের সঙ্গে পুলিশ এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।

তাই ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান তিনি।

স্বেচ্ছাসেবক লীগের এই নেতা বলেন, আমরা শাহীনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জুলফিকার রহমান শান্ত, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।