ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এ্যানীর মুক্তি দাবিতে ছাত্রদলের মিছিল-সমাবেশ সোমবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এ্যানীর মুক্তি দাবিতে ছাত্রদলের মিছিল-সমাবেশ সোমবার

ঢাকা: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিবৃতি দিয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন।



সোমবার ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

গত ২৮ জানুয়ারি নাশকতার ৯ মামলায় আত্মসমর্পণ করার পর এ্যানীর জামিনের আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠান আদালত।

ছাত্রদলের  দফতর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিবৃতিতে কেন্দ্রীয় দুই নেতা  ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালনের আহবান জানান।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।