ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

একদিনের মাথায় চাঁদপুর জাপার নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
একদিনের মাথায় চাঁদপুর জাপার নতুন কমিটি

ঢাকা: শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুমোদন দিয়েছিলেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি। মাঝে রোববার (২৮ ফেব্রুয়ারি) একটি দিন গেছে।

আর তার পরেই নিজের দেওয়া কমিটি বাতিল করে নতুন কমিটি দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বেশ কিছু পরিবর্তনও এসছে এবারের কমিটিতে। আগের কমিটি কোথাও রেওয়াজ না থাকলেও দু’জনকে সমন্বয়কারী করেছিলো। এবার করা হয়েছে একজনকে।

নতুন কমিটিতে সমন্বয়কারী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান। ঊনচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শেখ আব্দুল মান্নানকে। মিজানুর রহমান খান সদস্য সচিব। এগারোজন রয়েছেন যুগ্ম আহ্বায়ক।

কমিটিকে আগামী চার মাসের মধ্যে সব উপজেলার কাউন্সিল শেষ করে জেলা কাউন্সিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ ৩৯ ধারায় এ কমিটি অনুমোদন দিয়েছেন। আগের কমিটিও একই ধারা অনুমোদন দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।