ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

১৯ মার্চ বিএনপির কাউন্সিল হবেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, মার্চ ১, ২০১৬
১৯ মার্চ বিএনপির কাউন্সিল হবেই ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যত বাধা বিপত্তি আসুক ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল হবেই বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা জানান তিনি।



বিএনপির আসন্ন কাউন্সিল সম্পর্কে রিজভী বলেন, যত বাধা বিপত্তি আসুক ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ কাউন্সিল হবেই। কোনোভাবেই আমাদের বিপদগামী করতে পারবে না, কাউন্সিল বন্ধ করতে পারবে না।

শিক্ষাব্যবস্থায় দলীয়করণ সম্পর্কে বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থার মতো, একদলীয় শিক্ষাব্যবস্থা কায়েম করেছে নাহিদ সাহেব। আজ শিক্ষামন্ত্রীই বলেন, ৪১ শতাংশ শিক্ষক সৃজনশীল প্রশ্ন বোঝেন না, তাহলে এই অপদার্থরা এলো কোথা থেকে?

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, বিএনপির সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আবদাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।