ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফুলপুরে চেয়ারম্যান ১ ও সদস্য পদে ৮ জনের মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, মার্চ ২, ২০১৬
ফুলপুরে চেয়ারম্যান ১ ও সদস্য পদে ৮ জনের মনোনয়ন প্রত্যাহার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান খোকা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আর ইউপি সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আটজন।



বুধবার (০২ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রত্যাহার করে নেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাধারণ সদস্য পদে ছয়জন ও সংরক্ষিত সদস্য পদে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আর হাইকোর্টের নির্দেশে জাতীয় পার্টির তিনজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।