ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

পলাশবাড়ীতে শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, মার্চ ২, ২০১৬
পলাশবাড়ীতে শিবির নেতা গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে উপজেলা শিবিরের সাবেক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ মার্চ) রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।



এরা হলেন, পলাশবাড়ী উপজেলা শিবিরের সাবেক অফিস সেক্রেটারি ও কিশোরগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে ইসলাম সরকার (২৭ )।

অপরজন হলেন, উপজেলা সদরের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মাদক বিক্রেতা সাব্বির মিয়া (২৫)।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, ইসলামের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এদিকে, সাব্বির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন খবর পেয়ে জামালপুর গ্রামে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।