ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হরিয়ানার মেদান্তা হাসপাতালে সালাহ উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, মার্চ ১১, ২০১৬
হরিয়ানার মেদান্তা হাসপাতালে সালাহ উদ্দিন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ

ঢাকা: কিডনির জটিলতা ও স্পাইনাল কর্ডের ব্যথা প্রশমনের জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতের হরিয়ানার মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শুক্রবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।


 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল ৪টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহ উদ্দিন।
 
কিডনি জটিলতা ও স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শে হরিয়ানার মেদান্তা হাসপাতালে চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।
 
পরে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের কাছে তার আইনজীবী অসুস্থতার বিষয়টি জানিয়ে আবেদন করলে আদালত তাকে দিল্লি যাওয়ার অনুমতি দেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার (১০ মার্চ) শিলং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।
 
জটিল চর্ম রোগেও ভুগছেন সালাহ উদ্দিন। তার হৃদযন্ত্রে ব্লক রয়েছে কয়েকটি। সব মিলিয়ে ভালো নেই বিএনপির এই নেতা।
 
টানা অবরোধ কর্মসূচির মধ্যে গত বছর ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন। এর দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে খোঁজ মেলে তার।
 
তারপর আটক হয়ে কিছুদিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেন আদালত।
 
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এজেড/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।