ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

হরিরামপুরে ১০৮ ভোটকেন্দ্রের মধ্যে ৫৩ গুরুত্বপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মার্চ ৩০, ২০১৬
হরিরামপুরে ১০৮ ভোটকেন্দ্রের মধ্যে ৫৩ গুরুত্বপূর্ণ

মানিকগঞ্জ: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটকেন্দ্র  রয়েছে ১০৮টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৩টি।

সর্বমোট বুথের সংখ্যা ৩৩৫টি।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী।

হরিরামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ১১ হাজার ৩৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ৪৮৬ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৮৮১ জন।

হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল হক ফৌজদার বাংলানিউজকে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।