ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটারর‍া

নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, মার্চ ৩১, ২০১৬
রংপুরে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটারর‍া  ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর : বৃহস্পতিবার (৩১ মার্চ)  রংপুর বিভাগের ১১১টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে রয়েছেন র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টার ভোটগ্রহণ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

দ্বিতীয় দফায় রংপুর বিভাগের ৮ জেলার ১১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬, ঠাকুড়গাঁওয়ের হরিপুর ৬, রানীশংকেইল ৫, দিনাজপুরের নবাগগঞ্জ ৯,ফুলবাড়ি৭,বিরামপুর ৭,বোচাগঞ্জ ৬, কাহারোল ৬। নীলফামারী সদরের ৫। লালমনিরহাটের পাটগ্রাম ১, হাতিবান্ধা ১১। রংপুরের পীরগঞ্জ ১১,কুড়িগ্রামের রাজিবপুর ৩, চিলমারি ৬,ভূরুঙ্গামারী ৭ ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪টি।

রংপুর জেলার একটি মাত্র উপজেলা পীরগঞ্জ ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৮৭টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে বলে জানান, নির্বাচন কর্মকর্তা। ভোটার সংখ্যা ১লাখ ৯৯ হাজার ৩৪৯ জন। কেন্দ্র-১০৭টি,বুথ সংখ্যা ৬৩১,আর প্রতিদ্বন্দ্বি প্রার্থী  চেয়ারম্যান-৫৩, সংরক্ষিত মহিলা-১৩৭, সদস্য ৪৪১জন। আওয়ামী লীগ-১১ প্রার্থী, বিএনপি-৮,জাতীয় পার্টির-৮,সিপিবি-১,জাকের পার্টি-১,স্বতন্ত্র-২৯জন প্রার্থী।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ