ভোলাগঞ্জ (সিলেট) থেকে: ঘড়িতে সময় সকাল ৮টা। পাথররাজ্য খ্যাত সিলেটের কোম্পানীগঞ্জের ছয়টি ইউনিয়নে পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
১ নং ইসলামপুর পশ্চিস ইউনিয়নের পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সারিতে দাঁড়ানো জাকিয়া সুলতানা (৩৫)। পেশায় আইনজীবী। তিনি থাকেন সিলেট শহরে।
তিনি জানালেন, ভোট দিতেই গ্রামে আসা। তাই সবার আগে ভোট দিতে সকাল সকাল চলে এসেছি। তাঁর মতো আরও অনেকে এসেছেন। সারি সারি নারী। শুধু ওই কেন্দ্রেই নয়, বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে নারীদের সরব উপস্থিতির এমনই চিত্র দেখা গেছে।
‘ফুর্তির’ আমেজে দলবেঁধে কেন্দ্রে আসছেন তরুণী থেকে শুরু করে বয়স্করাও।
এইবার প্রথম ভোট দিতে এসেছেন তাহমিনা বেগম (১৯)। তিনি বললেন- জীবনের প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। পছন্দের প্রার্থী বিজয়ী হলে আরও ভালো লাগবে।
একই কথা তার সহপাঠী লিপি বেগমের। তার মতে, যোগ্য ও সৎ প্রার্থীকেই ভোট দিয়েছেন তিনি।
সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে কেন্দ্র ৫৪ ও কক্ষ ২৫৯টি। ৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯০ হাজার ৭৫১ জন। এদের মধ্যে নারী ৪৩ হাজার ২০৯ এবং পুরুষ ভোটার ৪৭ হাজার ৫৪২ জন।
উপজেলার যে ৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো হলো-পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এএএন/পিসি