নোয়াখালী: বিভিন্ন প্রার্থীর লোকজন ব্যালট বাক্স ছিনতাই ও ভোট কারচুপির চেষ্টা করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার মোট তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টায় দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর তিন/চার কয়েক ঘণ্টার মধ্যে কেন্দ্রগুলোতে ভোট স্থগিত করা হয়।
বেলা সোয়া ১১টার দিকে কোম্পানীগঞ্জের শাহাদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় নম্বর কেন্দে ভোট স্থগিত করা হয়। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অাবদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, দুপুর ১২টার দিকে ব্যালট বাক্স ভাঙচুর করায় কোম্পানিগঞ্জের রামপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আল মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করেন প্রিজাইডিং অফিসার জাকির হোসেন।
এদিকে, ভোট কারচুপির চেষ্টা করায় কবিরহাট উপজেলার নরত্তমপুর ইউনিয়নের সদর নরত্তমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার মো. আনিসুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই