ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার অবরুদ্ধ, ফলাফলে বিলম্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মার্চ ৩১, ২০১৬
ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার অবরুদ্ধ, ফলাফলে বিলম্ব

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরের ভাংনামারি ইউনিয়নের কাশিয়ারচর কেন্দ্রে তিন ইউপি সদস্য ঐক্যবদ্ধ হয়ে প্রিজাইডিং অফিসারসহ অন্য সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে। এতে ফলাফল প্রস্তুত হওয়ার পরও প্রকাশে বিলম্ব হচ্ছে।

পুলিশ ফাঁকা গুলিও করেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় এই অবরুদ্ধের ঘটনা ঘটে। কাশিয়ারচর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহীদুজ্জামান ফকির নিজে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ফাঁকা গুলিতে তিনজন আহত হয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা যায়। এর মধ্যে একজনের নাম ওমর ফারুক।

এদিকে তারাকান্দা উপজেলার কামারিয়া ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে একজন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।