ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আলফাডাঙ্গায় আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, মার্চ ৩১, ২০১৬

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’টিতে আওয়ামী লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।  

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউপিতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হাদী হুমায়ুন কবির বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৮৬৯। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের শরীফ হারুন-অর-রশিদ পেয়েছেন ৪ হাজার ২৫২ ভোট। বিজয়ী প্রার্থী ৬১৭ ভোট বেশি পেয়েছেন।

পাচুড়িয়া ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম মিজানুর রহমান চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খালিদ মোশাররফ রঞ্জু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১০৬ ভোট। বিজয়ী প্রার্থী ১ হাজার ৮৪০ ভোট বেশি পেয়েছেন।

অন্যদিকে টগরবন্দ ইউপিতে জয়ী হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইমাম হাসান শিপন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহিদুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৯৭ ভোট।

তিনি আরো জানান, তিনটি ইউপিতে মোট ১৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এ তিনটি ইউপির মোট ভোটার ছিলেন ৩৭ হাজার ৩৮৮ জন। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ২৭টি ভোটকেন্দ্রের ১১০টি ভোটকক্ষে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।