ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আলাদা নির্বাচন চায় হিন্দু মহাজোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, এপ্রিল ১, ২০১৬
আলাদা নির্বাচন চায় হিন্দু মহাজোট

ঢাকা: সংখ্যালঘুদের জন্য আলাদা নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

 

শুক্রবার (০১ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ হাওলাদার বলেন, জাতীয় সংসদ নির্বাচন থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত সংখ্যালঘুরা রাজনৈতিক বলির শিকার হয়। তাদের ওপর হামলা, ঘরবাড়ি ভাংচুর, মন্দিরে হামলা করা হচ্ছে। সংখ্যালঘুদের জন্য আলাদা নির্বাচনের আয়োজন করলে এ সংঘাত হবে না। তিনি জাতীয় সংসদ নির্বাচন থেকে ইউপি নির্বাচন পর্যন্ত আলাদা নির্বাচনের দাবি জানান।

সারাদেশে সকল সংখ্যালঘু নির্যাতনের বিচার করতে সরকারের প্রতি আহবান জানান সংগঠনের প্রচার সম্পাদক বলরাম বসাক।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েকটি জেলা থেকে আগত নির্যাতিতরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।