ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এ্যাবের আলোচনায় সভায় পুলিশের বাধা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, এপ্রিল ২, ২০১৬
এ্যাবের আলোচনায় সভায় পুলিশের বাধা ছবি: পিয়াস - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-(এ্যাব) এর আলোচনা সভায় বাধা দিয়েছে পুলিশ।

শনিবার (০২ এপ্রিল) দুপুরে রাজধানী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।



আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসিবে উপস্থিত থাকার কথা ছিলো।

অ্যাবের সদস্যসচিব হাসান জাফির তুহিন বাংলানিউজকে বলেন, আমরা লিখিতভাবে অনুমতি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছি। তবে দুপুর থেকে অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করলে পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না। তবে কেনো তারা আমাদের বাধা দিচ্ছে তা আমরা জানি না।

তিনি জানান, প্রথম থেকেই আমাদের কোনো নেতাকর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বেলা পৌনে ৩টার দিকে পুলিশ অনুষ্ঠানস্থলে এসে গেটে তালা লাগিয়ে দেয়। তিনি বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন।

ডিউটিরত পুলিশের উপ পরিদর্শক মাকসুদ বাংলানিউজকে বলেন, এটি উপর মহলের বিষয়। আইন-শৃঙ্খলার কথা ভেবেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমএম/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।