ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, এপ্রিল ২, ২০১৬
ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

শনিবার (২ এপ্রিল) দুপুরে নগরীর বাউন্ডারী রোড এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে হরিকিশোর রায় রোডে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এজিএস মো. রাসেল চৌধুরী এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছালে পুলিশ নেতাকর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

মিছিলে জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুব, আসাদুজ্জামান রাজন, রাতিকুল ইসলাম আরিফ, মইনুল হাসান বাবু, আবু শামীম সরকার, আহম্মেদ আসিফ খান শিহান, শাওন, গোবিন্দ, বাপ্পি, সুমন প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।