ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ধুনট পৌর বিএনপি নেতা গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, এপ্রিল ২, ২০১৬
ধুনট পৌর বিএনপি নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া): নাশকতার মামলায় বগুড়ার ধুনটের পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল মুনছুর আহম্মেদ পাশাকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (০২এপ্রিল) বিকেল ৪টার দিকে ধুনট শহরের শিশু পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবুল মুনছুর আহম্মেদ পাশা ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ২০১৩-১৪ সালে জামায়াত-বিএনপির হরতাল অবরোধ কর্মসূচি পালনকালে ধুনট শহরে নাশকতার সৃষ্টি করেন পাশা।

এ ঘটনায় তার বিরুদ্ধে ধুনট থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।