ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনটে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
ধুনটে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬জন চেয়ারম্যান, ৯জন সংরক্ষিত ও ২১জন সাধারণ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার (০৬ এপ্রিল) বিকেল ৫টায় ধুনট উপজেলা নির্বাচন অফিসে আবেদন করে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

 

এর মধ্যে চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন-নিমগাছী ইউনিয়নের মশিউর রহমান মোল্লা, মোশারফল হোসেন স্বপন, চিকাশী ইউনিয়নের আব্দুর রাজ্জাক, ভান্ডারবাড়ী ইউনিয়নের আব্দুল আলীম সরকার মুকুল, ধুনট সদর ইউনিয়নের শামীম আহমেদ ও চৌকিবাড়ী ইউনিয়নের হাসানুল করিম পুটু।  

এছাড়া ১০টি ইউনিয়নের সাধারণ সদস্য পদে ২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল হাসান জানান, তৃতীয় ধাপের নির্বাচনে ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ২৭ মার্চ রোববার পর্যন্ত চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬৫ ও সংরক্ষিত সদস্য পদে ১২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে, ৩০ মার্চ বুধবার যাচাই-বাছাই শেষে ৬জন সাধারণ সদস্য পদে এবং ১জন সংরক্ষিত সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৬  
জিসিপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।