ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোদাগাড়ীতে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
গোদাগাড়ীতে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২৫ প্রার্থী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে পাঁচ জন চেয়ারম্যান, একজন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৯ জন সাধারণ সদস্য পদের প্রার্থী ছিলেন।

 

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (০৬ এপ্রিল) তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান পদের মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- গোদাগাড়ী সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান বিষু ও রুহুল আমিন, মোহনপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন জনি, পাকড়িতে স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল এবং দেওপাড়ার স্বতন্ত্র প্রার্থী লাল মোহাম্মদ।

এদিকে ৯টি ইউনিয়নের মধ্যে একটিতে একজন সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া ৯ ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী।

এসব প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৮৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩, সাধারণ সদস্য পদে ৪৬০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন প্রার্থী লড়াই করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয় ২৯ ও ৩০ মার্চ। প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন ছিল ৬ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৭ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল মোট ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

তিনি জানান, গোদাগাড়ীর ৯টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ২৭ হাজার ২৮২ জন। এর মধ্যে ৯৩ হাজার ৬১১ জন পুরুষ ভোটার এবং ৯৩ হাজার ৬৭১ জন নারী ভোটার।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।